ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
বাবা-মায়ের কাণ্ড দেখে চোখ ঢেকে ফেলল নিক-প্রিয়াঙ্কার মেয়ে

বাবা-মায়ের কাণ্ড দেখে চোখ ঢেকে ফেলল নিক-প্রিয়াঙ্কার মেয়ে

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেতা নিক জোনাস ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সিনেপাড়ার অন্যতম চর্চিত জুটি। তাদের সম্পর্কের সমীকরণ যেমনই হোক না কেন, প্রকাশ্যে দুজনেই যেন লাভ বার্ড।

একে অন্যেকে ভালোবাসায় ভরিয়ে দিতে ভুল করেন না। সেটা প্রকাশ্যে কিংবা পাপারাজ্জিদের ক্যামেরার সামনে। এবারও তেমনই কাণ্ড ঘটালেন।

মেয়েকে কোলে নিয়েই একে অন্যের ঠোটে চুমু একে দিলেন। বাবা-মায়ের এমন মুহূর্তের মেয়েও কি না চোখ ঢেকে রাখলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। যা দেখে ভক্তরাও প্রশংসা করলেন, অনেকে আবার নিন্দাও জানালেন। তবে প্রিয়াঙ্কা সেসবের কিছুই গায়ে মাখলেন না।

অনেকেই মনে করেছিলেন, এই জুটির সম্পর্কের মেয়াদ খুব বেশিদিন হবে না। তবে তাদেরকে মিথ্যা প্রমাণ করে তারা বেশ গুছিয়ে সংসার করছেন।

নিক ও প্রিয়াঙ্কার বয়সের ফারাকের জন্য এই বিয়ে হয়তো টিকবে না- এমনটাই মনে করতেন ভক্তরা। তবে সেই শঙ্কাকে দূরে ঠেলে সারোগেসি পদ্ধতিতে সন্তান নিয়েছেন এই দম্পতি।

বর্তমানে একমাত্র মেয়েকে নিয়েই সংসার করছেন নিক-প্রিয়াঙ্কা। দুজনেই কর্মজীবনে নিজেদের কাজের ব্যস্ততা কমিয়ে মনোযোগ দিয়েছেন সংসারে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন