
বাবার বাড়িতে আঙিনায় কাজ করতে গিয়ে প্রাণ গেল নারীর
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবার বাড়িতে আঙিনায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্জিনা বেগম (৩২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান (ইসলামপুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মর্জিনা বেগম ওই গ্রামের মজিবর রহমানের মেয়ে এবং মৃত পনির উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম বেশ কিছুদিন ধরে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির আঙিনায় পরিষ্কারের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের আরতিন লাইনের তারে হাত লাগলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নারীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন