বান্দরবানে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট’২৫ শুরু হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকালে বান্দরবানের স্থানীয় রাজারমাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উড়িয়ে উক্ত ফুটবল টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) আহবায়ক মো: জাবেদ রেজা। এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র নেতা জসিম উদ্দিন তুষার, রিটল বিশ্বাস, টূর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাহাদাত হোসেন জনি, যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি জাবেদ রেজা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নাম করণে এই শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। এই ফুটবল টুর্ণামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সুষ্ট ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য খেলোয়াড় ও দর্শকদের প্রতি অনুরোধ জানান।
আয়োজক কমিটি জানায়, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্টে জেলার সাতটি উপজেলা থেকে ১২টি দল অংশ নিয়েছে। উদ্ধোধনী খেলায় ভিক্টোরিয়ার্স ভাইকিংস এবং মাইদং ত্রিপুরা একদাশ অংশ নেয়।
এদিকে উদ্বোধনী খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকায় থেকে শত শত দর্শক মাঠ প্রাঙ্গনে জড়ো হয়।