ডার্ক মোড
Tuesday, 13 May 2025
ePaper   
Logo
বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নিবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি

 

সরকার নির্ধারিত হারের চেয়ে যানবাহনে বাড়তি ভাড়া আদায় না করতে বাস টার্মিনালগুলোতে প্রচারণা শুরু করেছে পুলিশ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বাসযাত্রী গত শুক্রবার (১৬ জুলাই) পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজের ইনবক্সে বার্তা পাঠিয়ে অভিযোগ করেন, তিনি সিলেট কদমতলি বাস স্ট্যান্ড থেকে পাবনা এক্সপ্রেসের একটি বাসের যাত্রী ছিলেন। তিনি দাবি করেন, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়ার চেয়েও তার কাছ থেকে তিনগুন বেশি ভাড়া আদায় করা হয়েছে। তার এই বার্তা গ্রহণ করে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক তিনগুণ উইং বিষয়টি সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে পাঠায়। এ বিষয়ে আইজিপি’র সুস্পষ্ট নির্দেশনা রয়েছে উল্লেখ করে আইনি ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়।

এরপর ওই বাস স্ট্যান্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শনিবার (১৭ জুলাই) অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কাছ থেকে কোনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না।

একইসঙ্গে, নগরীর বিভিন্ন বাস স্ট্যান্ডসহ সংশ্লিষ্ট এলাকায় পুলিশ জোরালো প্রচারণার আয়োজন করেছে। এই প্রচারণায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়। সরকার নির্ধারিত হারের চেয়ে অধিক হারে ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন