বাউফলে সাবেক যুবদল নেতার নেতৃত্বে হামলা ভাংচুরের দায় নিবেনা বিএনপি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে কালাইয়া বন্দরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরে দায় নিবেনা উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, গিয়াস উদ্দিন বিএনপি ও সহযোগি সংগঠনের কেউ না। তিনি বিএনপির নাম ব্যবহার করে কালাইয়া বাজার দখলের চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছেন এর দায় তার। আমরা এ ব্যাপারে লিখিত ভাবে আইনপ্রোগকারী সংস্থাকে অবহিত করবো।
এদিকে গতকাল সোমবার সাপ্তাহিক হাটের দিন সাবেক যুবদল নেতা গিয়াসের নেতৃত্বে কয়েকশ লোক দেশী অস্ত্রসস্ত্রসহ বাজারে মহড়া দিলে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে বাউফল উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ কালাইয়া বাজার পরিদর্শন করেন।
কালাইয়া বাজারের ইজারাদার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদত ফয়সাল আহম্মেদ মনির মোল্লা বলেন, গিয়াস উদ্দিন ও তার অনুসারিরা বাজার দখলের চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামিলা করেছেন। এ বিষয়টি আমি উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিনকে অবহিত করেছি এবং তাদের সহযোগিতা চেয়েছি।
এ ব্যাপারে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি মনির মোল্লার নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হাতুড়িপেটা করা হয়েছে। তা আপনারা সাংবাদিকরাও জানেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।