ডার্ক মোড
Tuesday, 19 August 2025
ePaper   
Logo
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে আহত ১০

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে আহত ১০

 
 
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ঢাকা গামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে  উপজেলার বাউফল সদর ইউনিয়নের আফসেরের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোতে একই চালক দিয়ে  দিনে-রাতে দুইবার বাস চালাতে বাধ্য করা হয়। ফলে প্রায়ই এই রুটে দুর্ঘটনা ঘটছে।
 
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন