
বাউফলে গালায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মো.জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার ভোরের দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ডালিমাব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ওই গ্রামে জালাল হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেহেরী খেয়ে ফজর নামাজ আদায় করেছিল জাহিদুল। সকাল সাতটার দিকে পরিবারের লোকজন দেখতে পায় ঘরের পিছনে কাঠাল গাছের ডালে গলায় রশি বাঁধা ঝুলছে জাহিদুল।
এ সময় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। জাহিদুল সম্প্রতি মানসিক ভারসম্যহীন ছিলেন। পাঁচ মাস আগে বিয়ে করেন। তার স্ত্রী তিন মাসের অন্তসত্বা।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়।