
বাংলাদেশ-জাপানের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের পঞ্চম যৌথ পরামর্শক সভা (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। সভায় দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয় ছাড়াও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্রবিষয়ক সিনিয়র উপমন্ত্রী ওনো কাইছি নেতৃত্ব দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, সাংস্কৃতিক ইস্যু এবং জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
এছাড়া, আঞ্চলিক সমস্যার পাশাপাশি বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন