
বর্ষার আগেই পত্নীতলায় সড়ক সংস্কারের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বাবনাবাজ হয়ে গগনপুর বাজার পাকা সড়কটির সংস্কারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীরা।
ইতোমধ্যে স্থানীয়রা এ বিষয়ে একাধিকবার মানববন্ধন কর্মসূচিসহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু, এখন পর্যন্ত কোন কার্যকরী ভূমিকা দেখা যায়নি কর্তৃপক্ষ'র।
উপজেলার বাবনাবাজ গ্রামের কৃতি সন্তান ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফিরোজ আলী এবং স্থানীয় ভুক্তভোগী এনজিও 'রিক' ম্যানেজার সাজেদুর রহমান জানান, 'আমরা চাই আসন্ন বর্ষার আগেই যাতে সড়কটি সংস্কার করা হয়।
বৃষ্টি হলেই খানাখন্দের সৃষ্টি হয়। পাকা সড়কটির মাঝেমধ্যেই ভেঙে গেছে ও গর্তে পরিণত এখন। প্রায় ৫ কিলোমিটার সড়কটি এখন নিরাপদ যোগাযোগ মাধ্যমে পরিণত করা জরুরি বিষয় বটে।'
নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পত্নীতলা উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল গফুর বলেন, 'নিরাপদ সড়কের দাবিতে সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি বিষয়।'
পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল হক বলেন, 'সড়কটির সংস্কার করণে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।'
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন, 'দ্রুত সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করা হবে।"
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন