ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীদের জয়জয়কার

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীদের জয়জয়কার

বরিশাল ব্যুরো

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের সবকটিতে বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপিপন্থি আইনজীবী সাইবার ট্রাইবুনাল এর পিপি এসএম সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন।

গত শুক্রবার নির্বাচন উপ-পরিষদের আহ্বায়ক মোকলেচুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া অসীম কুমার বাড়ৈ ও তারিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি হয়েছেন।

অর্থ সম্পাদক হয়েছেন আবদুল মালেক, যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিউটি সুলতানা ও আবদুর রহমান চোকদার। নির্বাহী সদস্য হয়েছেন কাজী মাহমুদা, আবুল খায়ের রতন, মো. আজাদ ও মতিউর রহমান সেন্টু।

আওয়ামীপন্থীসহ আইনজীবীরা বৃহস্পতিবার দিনভর বিএনপি ও জামায়াতপন্থী সহ আইনজীবীরা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে মোট এক হাজার ২১জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫৬ জন আইনজীবী।

প্রসঙ্গত, আইনজীবী সমিতির নির্বাচনে এবার ১১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন মোট ২০ জন। এর মধ্যে সহ-সভাপতির দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু’জন নির্বাচিত হয়েছেন। তাছাড়া সভাপতি পদে তিনজন, সম্পাদক পদে তিনজন এবং যুগ্ম সম্পাদকের দুটি পদে চারজন, কোষাধ্যক্ষ পদে দু’জন ও কার্যনির্বাহী সদস্যের চারটি পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন