বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার
বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর পলাশপুর এলাকায় র্যাব ৮ এর অভিযানে ২৫ ‘শো কেজি নিষিদ্ধ পলিথিনসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল র্যাব ৮ এর উপ-অধিনায়ক (মেজর) সোহেল রানা ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত নিষেধ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ ও পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে (৩৫ বস্তা) আনুমানিক ২৫’শো কেজি বিভিন্ন ধরনের বাজার’জাতকারী নিষিদ্ধ পলিথিন জব্দসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, ৫ নং ওয়ার্ড পলাশপুর ৩ নং গলী সংলগ্ন মসজিদ গলির বাসিন্দা মৃত আঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ আক্কাস হাওলাদার, (৪২)।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, আসলাম, আক্কাসের স্বপরিবার মিলে পলাশপুর এলাকা থেকে শহরের পোর্টরোড, বাজার রোড, চকবাজার, সিটি মার্কেট (কাঁচা বাজার) সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন সাপ্লাই দিয়ে আসছেন।
কিছুদিন পূর্বে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ট্র্যাকসহ আক্কাস গ্রেপ্তার হয়,কিন্তু স্বল্প সময়ের মধ্যে সাজা ভোগ করে বের হয়ে থের অবৈধ পলিথিনের ব্যবসা শুরু করেন।
র্যাব ৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে র্যাব ৮ এর অভিযান অব্যাহত রয়েছে।