বরিশালে সবুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বরিশাল ব্যুরো
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী খেয়াঘাটের পুরাতন যাত্রী ছাউনী এলাকায় সৈয়দ মোঃ সবুর (৪৩) হত্যা মামলায় প্রধান আসামী মোঃ নাজমুল হাসান ইমরান (৩০) কে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ ও র্যাব-৯ যৌথ একটি আভিযানিক দল । গ্রেফতারকৃত নাজমুল চরমোনাই ইউনিয়য়নের গিলাতলা গ্রামের নেছার খানের ছেলে ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ১২ টায় সিলেটের কোতয়ালি থানাধীন আম্বরখানা পয়েন্টস্থ এলাকায় বি-৯৫ ব্রিটানিয়া হোটেলের ভিতর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ সহকারী পরিচালক (অপারেশনস) অমিত হাসান ।
বরিশাল র্যাব-৮ মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান ইমরান’সহ অন্যান্য আসামীরা পরস্পর যোগসাজশে পূর্ব শত্রুতার জের ধরে গত ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯ টা থেকে ১০ টার মধ্যে চরমোনাই ইউনিয়নের গিলাতলী খেয়াঘাটের পুরাতন যাত্রী ছাউনীতে অবস্থানকালীন ভিকটিম সৈয়দ মোঃ সবুর (৪৩)’কে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারী পিটিয়ে নির্মমভাবে হত্যা করে ঘটনাস্থলেই ফেলে রেখে চলে যায়।
স্থানীয় লোকজন ভিকটিমের মরদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়।
পড়ে ২৮ সেপ্টেম্বর সৈয়দ মোঃ সবুর মা রাহিমা খাতুন বাদী হয়ে বরিশাল মহানগরের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৫৩ ।
ঘটনাটি র্যাব-৮ বরিশালের নজরে আসলে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। হত্যাকান্ডের পর আসামীর পালিয়ে আত্বগোপন করে।
আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান সনাক্ত র্যাব-৯, সিপিএসসি কোম্পানীর সাথে র্যাব-৮ যৌথ অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান আসামীকে সিলেট থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার কোতয়ালী থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয় হয় ।