ডার্ক মোড
Monday, 27 January 2025
ePaper   
Logo
বরিশালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশালে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়া-মোনাজাতের আয়োজন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এতে মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতের পূর্বে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন নিয়ে সময় ক্ষেপন করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এসকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ভোট দিতে পারেনি কিন্তু এখন মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন।

বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধ সকলকে সজাগ থাকতে হবে। এসময় তিনি বিএনপিতে যারা চাঁদাবাজী সহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেয়া হবেনা বলেও উল্লেখ করেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখেতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন। রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষনা দিয়েছে। এটা সময়োপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে।

এসময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আহসান কবির হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর, সহ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি নেতা হোসেন চৌধুরী, বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক আক্কাস, সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম, সাবেক জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খাজা মোহাম্মদ ইকবাল, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম মোল্লা, সদর উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মানিক, বিএনপি নেতা মামুন, যুবদল নেতা মাওলা রাব্বি শামীম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন