ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
বরিশালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহান বিজয় দিবস উদযাপন

বরিশালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহান বিজয় দিবস উদযাপন

বরিশাল ব্যুরো

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জ আওতাধীন ছয়টি জেলা ইউনিট এবং ২২ আনসার ব্যাটালিয়ন যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন হয়।

এ সময় বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনি সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এবং ৭ঃ১৫ মিনিটে নগরীর ৩০ গোডাউন বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণ করেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল এর জেলা কমান্ডার মোঃ নাহিদ হাসান জনি, এবং সহকারী জেলা কমান্ডার মোঃ মাসুদুর রহমান সহ বরিশাল রেঞ্জের কর্মকর্তা কর্মচারী ও আনসার ব্যাটালিয়ান সাধারণ আনছার ও ভিডিপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টায় রেঞ্জ কমান্ডার আনুষ্ঠানিক কুচকাওয়াজে যোগদান করেন, এরপর ১১:০০ টায় মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বানি পাঠ করে শুনান। এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন।

বাদ যোহর রেঞ্জ কার্যালয় মসজিদে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ ও বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির সুখ-শান্তি সমৃদ্ধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন