ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
বরগুনা  জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি:
 
 
বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক  আবদুল হালিম মোল্লাকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।
 
শনিবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে সদর উপজেলার লাকুরতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।
 
বিষয়টি  নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান। গ্রেপ্তারকৃত হালিম মোল্লা বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বরগুনা এলাকার মোশাররফ হোসেন মোল্লার ছেলে।
 
বরগুনা থানা সূত্রে জানা গেছে, হালিম মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই মামলাটি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি বরগুনা থানায় দায়ের হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।
 
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান  বলেন, গ্রেপ্তার হালিম মোল্লার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার সকালে আদালতে পাঠানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন