ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
বছরের প্রথম দিনে  করোনাভাইরাসে ১৭ মৃত্যু হয়েছে

বছরের প্রথম দিনে করোনাভাইরাসে ১৭ মৃত্যু হয়েছে

নিউজ ডেস্ক


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৭৬ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনের।
মঙ্গলবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬জন, বাড়িতে একজন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১২ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় দুইজন ও রংপুরে একজন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন