
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের আলোচনায় সভা
নিজস্ব প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ'র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, সাবেক সংসদ সদস্য স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ইসলামী চিন্তাবিদ শাইখ আকরামুজ্জামান এ সালাম মাদানী, আল্লামা খলিলুর রহমান জিহাদী, স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, স্বাধীনতা পরিষদের সহ সভাপতি ফায়েকুজ্জামান ফরিদ, মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান আশরাফ বাবু, করিম আহমেদ, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি বক্তব্য রাখেন ।