ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
ফেনীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হকের দাফন সম্পন্ন

ফেনীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হকের দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শামছুল হক (৮৭) এর দাফন সম্পন্ন হয়েছে।বুধবার দুপুরে ভোরবাজারস্থ ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা ময়দানে জানাযা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে কবর দেওয়া হয়।জানাযা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু এবং ইউপি সদস্য বছির আহম্মদ, জমিয়াতুল মোদার্রেছীন ফেনীর সাধারণ সম্পাদক ও বক্তারমুন্সী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আফছার ফারুকী,বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল কাদের হেলালী ও সোনাগাজী ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মনির হোসেন,খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার সুপার মো: হানিফ। জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল করিম।

এসময় ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলাউদ্দিন জনি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রউফ নাবিল, ইউপি সদস্য শহিদুল ইসলাম শামিম ও গিয়াস উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল গোফরান,জসিম উদ্দিন, ইউসুফ হায়দার, আবুল কালাম ও শামসুল হুদা দুলাল, ওমরিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী শামসুল হক দুলাল, ভোরবাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ডা: কামরুল ইসলাম,সাবেক সভাপতি আবুল বাশার ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সফরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আফসার, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ফেনী জজকোর্ট'র বিজ্ঞ আইনজীবী আলাউদ্দিন,লস্করহাট বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফেনী সেন্ট্রাল হাই স্কুলের সহকারী শিক্ষক এনামুন হক,লক্ষিয়ারা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম মাওলা শাহীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, মরহুমের আত্নীয় স্বজন ও বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ভোর ৪ টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা শামছুল হক। মৃত্যুকালে  স্ত্রী, ৩ ছেলে, ৪ কন্যা ও আত্নীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। 

উল্লেখ্য, বক্তারমুন্সী ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন প্রবীণ এই আলেম।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন