ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের এমপির বাসার সামনে আলপনা আকার প্রতিবাদ করলে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা একত্রিত হয়ে স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোসÍাফিজুর রহমান ফিজারের বাসায় ও স্টান্ডার্ট ব্যাংকে ভাংচুর চালায়।আন্দোলনকারিদের হামলায় মানিক সরকার নামের একজন আওয়ামী লীগের কর্মীসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। বিক্ষুদ্ধ ছাত্র-জনতা দুপুর তিনটা পর্যন্ত ওই দুই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বলেন,বিনা উস্কানিতে জামাত ও বিএনপির সন্ত্রাসীরা এমপির বাসায় ও ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে।পুলিশকে একাধিকবার ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মীর মো.আল কামাহ্ তমাল ও সহকারি কমিশনার মো. জাফর আরিফ চৌধুরি বিজিবি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে আন্দোলনকারি শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আন্দোলনের তৃতীয় শক্তি ঢুকে হামলা করেছে, এর সঙ্গে আন্দোলনকারি শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই।

এদিকে সকাল ১০ টা থেকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী স্থানীয় নিমতলা মোড় নামক স্থানের সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। এতে ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া-রংপুর আঞ্চলিক মহাসড়কের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের আন্দোলনে তীব্র যানজটসহ জনদুর্ভোগ সৃষ্টি হলেও কর্মসূচি স্থলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বিজিবিসহ কোনো আইন খৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যকে দেখা যায়নি। এমনি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে হামলার সময়েও কোনো বাহিনীর সদস্যকে সেখানে দেখা যায়নি।

এদিকে সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবককে অংশ নিতে দেখা যায়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরে বের করা হয়। মিছিল শেষে পুনরায় নিমতলা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

অপর দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় মন্ত্রী মার্কেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এরই এক পর্যায়ে আনুমানিক দুপুর ১২টার দিকে আন্দোলনকারিদের একটি অংশ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ¯েøাগান দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে আওয়ামী লীগ নেতা মানিক সরকারসহ অন্তত পাঁচজন আহত হন। অবস্থা বেগতিক দেখে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। এ সময় হামলাকারিরা মন্ত্রী মার্কেটের দ্বিতীয় তলায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, তৃতীয় তলায় থাকা অগ্রণী ব্যাংক লিমিটেড ও চতুর্থ তলায় থাকা উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনের গøাস ও সাইনবোর্ড ভাংচুর করে।

তবে ব্যাংক দুটিতে এবং উপ-কর কমিশনার কার্যালয়ের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
বিশাল হক, রাকিবুল ইসলাম, ফাহিম আহম্মেদসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। তারা সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। আওয়ামী লীগ কিংবা সরকারি প্রতিষ্ঠানে হামলার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ধারনা আন্দোলনে তৃতীয় শক্তি ঢুকে এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সময় কোনো প্রকার কারণ ছাড়াই আন্দোলনকারিদের একটি অংশ ইট পাটকেল ছুড়তে ছুড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগ নেতা মানিক সরকারসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে সরে না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। হামলাস্থল ইউএনও ও এসি ল্যান্ড পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দায়িদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে অপশক্তি ঢুকে সহিংসতার ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগে একটি অপশক্তি দেশে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের পক্রিয়া চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন