
ফুটবল খেলা নিয়ে সিলেটে সংঘর্ষ আহত ৫
সিলেট ব্যুারো
সিলেটের সুনামগঞ্জের জামালগুঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মিনি নাইট ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে দু’গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলার কালাগুজা ও ভাটি লালপুর গ্রামের লোকজনের মধ্যে।
বৃহস্পতিবার রাতে উপজেলার স্থানীয় লোকজন জানান, উপজেলার কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ২০ থেকে ২৫ দিন পুর্ব শুরু হওয়া মিনি নাইট ফুটবল খেলার পূর্ব নির্ধারিত বুধবার রাতে খেলার কথা ছিল ভাটি লালপুর বনাম ফেনারবাক গ্রামের খেলোয়ারদের মধ্যে।
খেলার পুর্বে ভাটি লালপুর গ্রামের খেলোয়ার মাসুম সহ ওই গ্রামের কয়েকজন খেলোয়ার খেলার মাঠে যান। খেলা পরিচালনা কমিটিতে থাকা উপজেলার কালাগুজা গ্রামের তানভীর ভাটি লালপুর গ্রামের খেলোয়ার মাসুম সহ তার সাথে থাকা খেলোয়ারদের জানান বুধবার রাতে খেলাটি অনুষ্ঠিত হবেনা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে কালাগুজা গ্রামের তানভীরের লোকজনের হামলায় আহত হন ভাটিলালপুর গ্রামের ফুটবল খেলোয়ার মাসুম, সানি, শিপন। খবরপয়ে উপজেলার ভাটি লালপুর গ্রােেমর ২০ থেকে ২৫ জন লোক কালাগুজা গ্রামে গেলে দু,গ্রামের লোকজনের মধ্যে পুন:রায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় কালাগুজা গ্রামের আশরাফুল আলম, রাসেল মিয়া আহত হন।
অবস্থা বেগতিক দেখে কালাগুজা গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয় গ্রামে ডাকাতদল হানা দিয়েছে। এরপর ভাটি লালপুরের লোকজন কালাগুজা গ্রাম থেকে সটকে পড়েন।
উপজেলার কালাগুজা গ্রামের সবুজ মিয়া ভাটি লালপুরের জামাল, বকুল মিয়াসহ ১৫ জনের নামে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ঘটনার রাতে। জামালগঞ্জ থানার ওসিমোহাম্মদ সাইফুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।