![ফরিদপুরে তিন বছর মেয়াদী পিকান প্রজেক্টের উদ্বোধন](http://dailycountrytodaybd.com/public/default-image/default-730x400.png )
ফরিদপুরে তিন বছর মেয়াদী পিকান প্রজেক্টের উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি
স্বাস্থ্য গবেষণায় ৫টি ডিজিজের উপর উন্নতর গবেষণার লক্ষ্যে ফরিদপুরে পিকান প্রোজেক্টের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ এর সহযোগিতায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে উদ্বোধনী সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক প্রফেসর ডা: একে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা।
এ সময় ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মাহমুদুল হাসান, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড ফট্রেল, ডঃ জোয়ানা মরিসন, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ, প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মো: শাহজাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় ফরিদপুরের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পিকান প্রজেক্ট পৃথিবীর দুটি রাষ্ট্রের দুটি শহরকে বেছে নেয়া হয়েছে। এর ভিতর রয়েছে নেপালের কাঠমান্ডু শহর আর ফরিদপুর পৌরসভার ১৫ ও ২১ নং ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডের ১৩ হাজার মানুষের উপর পাঁচটি ডিজিজের উপর গবেষণা এবং উত্তরণের কার্যক্রম পরিচালিত হবে। পাঁচটি ডিজিজের মধ্যে রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসযন্ত্রজনিত রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা সমূহ।