ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো আলোক হেলথকেয়ার

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো আলোক হেলথকেয়ার

নিজস্ব প্রতিবেদক

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে আলোক হেলথকেয়ার লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল কর্মী আলোক হেলথকেয়ার থেকে প্যাথোলজি, রেডিওলোজি অ্যান্ড ইমেজিং, হাসপাতালে ভর্তি এবং ডায়ালাইসিস চিকিৎসায় সর্বোচ্চ ৩০% ছাড় পাবেন। এছাড়া ব্যাংকের গ্রাহকরা একই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন সর্বোচ্চ ২৫% ছাড়ে।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং আলোক হেলথকেয়ার লিমিটেড-এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (ডা:) মো: আবদুস সবুর মিঞা (অব:) ও হেড অফ ফাইনান্স এস. এম আজিজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন