ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি আক্তার এর অপসারণের দাবীতে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করে স্কুলের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রবেশে বাধা, শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার পরিবেশন ও প্রধান শিক্ষকের অসৌজন্য মূলক আচরনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তারা প্রথমে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাদ্যযন্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে। এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) একই দাবীতে শিক্ষার্থীরা বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করে।

বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মৌরি আক্তার অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে আমাদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের কথা ছিল। এ অনুষ্ঠানের আমাদের কাছ থেকে প্রধান শিক্ষক চাঁদা নেয়। কিন্তু তিনি চাঁদা নিয়েও বিদায় অনুষ্ঠান করেননি। এমনকি প্রথমে আমাদের বিদ্যালয়ে প্রবেশ করতেও দেননি। প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে বিদ্যালয়ের একটি হলরুমে নিয়ে গিয়ে ৩ জন শিক্ষক দিয়ে তিন মিনিটের একটি মিলাদ করান।

পরীক্ষার্থী সামিয়া বলেন, আমাদের স্কুলে ৫১ জন শিক্ষক ছিল, কিন্তু বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক কাউকে আসতে দেননি। উনি নিজে অফিস কক্ষে বসে ছিলেন। মাত্র তিন জন শিক্ষককে পাঠিয়েছেন আমাদের বুঝিয়ে বাড়ী পাঠিয়ে দিতে।

৮ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত বলেন, প্রধান শিক্ষক শিউলি আক্তার গত দুই বছর আগে আমাদের স্কুলে এসেছে। উনি আসার পরপর বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তুলে আত্মসাৎ করে। প্রতিদিন আমাদেরকে যে খাবার দেয়া হয় তা খুবই নি¤œ মানের। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে আমাদেরকে প্রধান শিক্ষক মানসিক নির্যাতন করে। আমাদের অনেক সহপাঠীদের বিভিন্ন অজুহাত দেখিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন।

এব্যাপারে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠানটি মাঠে করি। কিন্তু প্রচুর খরচ হওয়ার কারণে এবছর আমরা ক্লাস রুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করি। পরে সেখান থেকে আমাদের হলরুমে তাদের নিয়ে আসি। হলরুমে দাড়িয়ে মিলাদ মাহফিল শেষ করে শিক্ষার্থীদের বাড়ী ফিরে যেতে বলি।

এব্যপারে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন