ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
প্রধানমন্ত্রী’র সফরসঙ্গী হিসেবে ভারতে এফবিসিসিআই’র প্রতিনিধিদল

প্রধানমন্ত্রী’র সফরসঙ্গী হিসেবে ভারতে এফবিসিসিআই’র প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে চার দিনের সফরে ভারত গেছেন এফবিসিসিআই’র নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন ব্যবসায়ী নেতারা। বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন। এ সময়ে এফবিসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি মোঃ আমিন হেলালী।

সেপ্টেম্বর ৬, মঙ্গলবার বিকেলে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) সাথে “নিউ হরিজনস অব ইন্ডিয়া বাংলাদেশ ইকোনমিক রিলেশন” শীর্ষক সভায় অংশ নেবে এফবিসিসিআই প্রতিনিধি দল।

পরদিন সেপ্টেম্বর৭, বুধবার সকালে এফবিসিসিআই ও কনফেডারেশ অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র (সিআইআই) মধ্যে সভা অনুষ্ঠিত হবে। ঐদিন সন্ধ্যায় অ্যাসোচেম আয়োজিত ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশ নেবে এফবিসিসিআই। সেপ্টেম্বর ০৮, ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ভারত ছাড়ার কথা রয়েছে মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলের।

৬২ সদস্যর বাণিজ্য প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এম.পি, আবদুল মাতলুব আহমেদ, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ, সাবেক পরিচালক সেলিমা আহমেদ এমপি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআই'র পরিচালক খান আহমেদ শুভ এমপি, মাহবুবুল আলম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, দিলীপ কুমার আগারওয়ালা, মোঃ আনোয়ার সাদাত সরকার, এমজিআর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, মোঃ ইকবাল শাহরিয়ার, মোঃ আলী হোসেন শিশির সিআইপি, আমজাদ হুসেইন, তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান (টিটো), ড. কাজী এরতেজা হাসান সিআইপি, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি, প্রীতি চক্রবর্তী, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, নাজ ফারহানা আহমেদ, বিজেএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিল্ড এর চেয়ারপার্সন নিহাদ কবির, এফবিসিসিআইর সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মসিউজ্জামান (রোমেল) সহ বিভিন্ন খাতের ব্যবসায়ী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন