প্রতারণা করে চাকরি হারালেন রাজউকের উচ্চমান সহকারী
নিজস্ব প্রতিবেদক
প্রতারণা করে চাকরি হারিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক উচ্চমান সহকারী। তার নাম সৈয়দ রহমত।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. ছিদ্দিকুর রহমান সরকার একটি অফিস আদেশ জারি করে চাকরি থেকে তাকে অবসান করেন।
অফিস আদেশে তার বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়, চাকরির আবেদনপত্রে তিনি স্থায়ী ঠিকানা ফরিদপুরের পরিবর্তে ওয়ারী, সূত্রাপুর প্রদান করে জেলা কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি গ্রহণ করেছেন।
সেখানে আরও বলা হয়, শিক্ষানবিশকালে তার আচরণ ও কর্ম সন্তোষজনক না হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৫৩ ও ৫৫; এবং বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি ৬(২); সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪(৭) আওতাধীন হবেন। গত ২০২৩ সালের ১৫ নভেম্বরে নিয়োগপত্রের শর্ত মোতাবেক অসদাচরণ ও প্রতারণার দায়ে সৈয়দ রহমতকে উচ্চমান সহকারী (শিক্ষানবিশ) পদের চাকরি থেকে অবসান বা টারমিনেশন করা হলো। তবে তিনি এক মাসের বেতন প্রাপ্য হবেন।