ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
পোশাক শিল্পে বার্ষিক মজুরি ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ

পোশাক শিল্পে বার্ষিক মজুরি ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

পোশাক শিল্পে বার্ষিক মজুরি ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নিম্নতম মজুরি বোর্ড থেকে নির্ধারিত বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। এ সুপারিশ করা বার্ষিক ইনক্রিমেন্ট আরও শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে দেওয়া বেতনের সঙ্গে দেওয়া হবে। বেতন বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ শ্রম আইন সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।
তিনি বলেন, এ মজুরি বৃদ্ধি সরকার থেকে পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড থেকে পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান। এক্ষেত্রে পোশাক শিল্পকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছানোর জন্য শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, পোশাক শিল্প সেক্টরে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন