ডার্ক মোড
Sunday, 13 July 2025
ePaper   
Logo
পুঠিয়ায় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় ভোক্তা অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

পুঠিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুঠিয়া উপজেলা সদরের বিসমিল্লাহ হোটেলে ও ঝলমলিয়া বাজারের সেবা ফার্মেসীতে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক হাফিজুর রহমান জানান, রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক মাসুম আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পুঠিয়া উপজেলা ত্রিমোহনী বাজারের হাইস্কুল মার্কেটের বিসমিল্লাহ হোটেলে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপজেলার ঝলমলিয়া বাজারের সেবা ফর্মেসীতে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুঠিয়া থানা পুলিশ সদস্যগণ। এছাড়াও তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান আরোও বেগবান করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন