
পীরগাছায় সাধারণ ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার ব্যানারে সাধারণ ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়।
১১ মার্চ ছাত্রশিবিরের ঐতিহাসিক শহীদ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কুরআন বিতরণ কর্মসূচীর আয়োজন করে ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখা।
বুধবার (১২ই মার্চ) দুপুর ১২ টায় পীরগাছা সরকারি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সভাপতি ফিরোজ মাহমুদ। পীরগাছা সরকারি কলেজ শাখা সভাপতি সেলিম আহমদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর জেলা শাখার বায়তুলমাল বিষয়ক সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, রংপুর জেলা ব্যাবসায় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মশিউর রহমান, পীরগাছা পশ্চিম থানা শাখা সভাপতি ফকির আব্দুর রহিম, পীরগাছা পূর্ব থানা সভাপতি হাফেজ মোস্তাফিজার রহমান প্রমূখ। আলোচনা শেষে ৩০ জন সাধারণ শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন বিতরণ করা হয়।