ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
পিরোজপুরে ৬ দফা দাবিতে  স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

পিরোজপুর প্রতিনিধি
চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
 
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে জেলার সাত উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
 
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন।
 
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পরও তাদের বেতন কাঠামোতে বৈষম্য রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্মাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আরও বলেন, সরকারের নিকট বারবার দাবি জানিয়েও সমাধান না পেয়ে তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে নেমেছেন। বক্তারা সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত দাবি পূরণ না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
 
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি শামসুন্নাহার, সাধারণ সম্পাদক মহসিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মল্লিক আল মামুন, রফিকুল ইসলাম, সাগর শিকদার, মোস্তফা কামাল, সাইফুল ইসলাম, রুবেল হাওলাদার, রনিসহ বিভিন্ন উপজেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকগণ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন