পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্ধোধন
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মসূচির ২০২৫ উপলক্ষে রেজিস্ট্রেশন কেন্দ্রের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে পিরোজপুর পৌরসভা হল রুমে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মান্নান, পৌর প্রশাসক মোঃ আসাদুজ্জামান, উপজেলা নিবার্চন অফিসার মনিরুজ্জামান সোহাগ তালুকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সারা দেশের মতো পিরোজপুরের ৭ টি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে ১১ এপ্রিল। সদর উপজেলা নির্বাাচন অফিসার ও রেজিষ্ট্রশন অফিসারের কার্যালয় পিরোজপুর সদরে তত্বাবধনে ছবি, স্বাক্ষর, আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহনের কার্যক্রম চলবে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নতুন ভোটার তালিকা কার্যক্রম উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে নতুন ভোটারা উচ্ছিশত ও উদ্বেলিত। এসময় তিনি একাধিকবার বা একাধিক স্থানে ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ বলে সবাইকে সতর্ক করেন। জেলা নির্বাচন অফিসার বলেন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কর্মপরিকল্পনার ধারবাহিকতায় পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৭টি ইউনিয়ন, নাজিরপুর উপজেলার ৯টি, ইন্দুরকানীর ৫টি, কাউখালীর ৫টি, নেছারাবাদ পৌরসভার ৯টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়ন, মঠবাড়িয়া পৌরসভার ৯ টি ওয়ার্ড ও ১১ টি ইউনিয়ন এবং ভান্ডারিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও ৬ টি ইউনিয়নে ৯৭ জন সুপারভাইজার এবং ৪৩৩ জন তথ্য সংগ্রহকারী ছবিসহ ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে, যা আগামি ১১ এপ্রিল শেষ হবে।