ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
পিকআপের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

পিকআপের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী নিহত

জস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর মধ্যপাইকপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নুরুল হক (৫০) নামের কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে মধ্যপাইকপাড়া বউবাজার এলাকায় ঘটনাটি ঘটে।


পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত নুরুলের ছেলে মো. মিরাজ জানায়, তাদের বাসা মিরপুর-১ মধ্যপাইকপাড়া এলাকায়। তার বাবা ভ্যানে করে সবজি বিক্রি করতেন। তার আরেক ভাই আল-আমিনের পাইকপাড়া বউবাজারে সবজির দোকান আছে।

 

তিনি আরও জানান, রাতে বৃষ্টির সময় তার বাবা দোকান বন্ধ করে বউবাজারে আল-আমিনের দোকানে যায়। দোকান বন্ধ করে আল-আমিনের সঙ্গে বাসায় আসার কথা। দোকান বন্ধ করে রাস্তায় আসলে দ্রুত গতির একটি পিকআপ ভ্যান সজোরে আমার বাবাকে ধাক্কা দেয়। এতে পরে গিয়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন