
পার্বতীপুরে টিকেট কালোবাজারি আটক
মাহিদুল ইসলাম রিপন ,দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের টিকেট কালোবাজারীর অভিযোগে হাকিমুল ইসলাম বাবু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১০ জুন) রাতে সেনাবাহিনী'র ২৮ বীরের লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের একটি চৌকস দল রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হাকিমুল বাবু পার্বতীপুর চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত শফি উদ্দীনের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পার্বতীপুর রেলওয়ে স্টেশনের শহীদ জিয়া রেল পার্কের মোবাইল রিচার্জের ব্যবসার আড়ালে কালোবাজারী করে আসছিলো বাবু।
আটকের পর তাঁর ব্যবহৃত মুঠোফোনে কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে রাখা একাধিক টিকেটের অনলাইন কপিসহ তাঁকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাবুকে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও নগদ ১ শ' টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টার, প্লাটফরম পরিদর্শণ ছাড়াও ঢাকাগামী বিভিন্ন ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন আভিযানকারী দলের সদস্যরা।
বুধবার ১১ জুন সকালে দন্ডপ্রাপ্ত বাবুকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলোয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন