ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে হতাহত ১১

পাকিস্তানে ট্রেনে বিস্ফোরণে হতাহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী একটি ট্রেনে বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৯ জন। দেশটির কর্মকর্তারা বলেছেন, কোয়েটা থেকে রাওয়ালডিন্ডি যাওয়ার পথে যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পাঞ্জাবের চিচাওয়াত্নি জেলায় পৌঁছানোর পরপরই যাত্রীবাহী ট্রেনটির একটি শৌচাগারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে হতাহতের তথ্য নিশ্চিত করে পাকিস্তান রেলওয়ের মুখপাত্র বাবর আলী বলেছেন, বিস্ফোরণের ধরন এখনও পরিষ্কার হওয়া যায়নি।

মুলতানের ডেপুটি পুলিশ সুপার হাম্মাদ হাসান বলেছেন, সন্ত্রাসবিরোধী বিভাগের একটি দল বিস্ফোরণ স্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

তিনি বলেছেন, আমরা এখনও বিস্তারিত তথ্য পাইনি। ট্রেনে বিস্ফোরণের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা গণমাধ্যমকে জানানো হবে। হাম্মাদ হাসান বলেন, বিস্ফোরণের ব্যাপারে পাঞ্জাব রেলওয়ে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে পুলিশি তদন্তও চলছে।

বিস্ফোরণের পর ওই রেলপথে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন