ডার্ক মোড
Sunday, 03 August 2025
ePaper   
Logo
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় চার্জারভ্যান চালক নিহত

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় চার্জারভ্যান চালক নিহত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) 
 
নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে চার্জার ভ্যান গাড়ির চালক মেহেদী হাসান (২৯) নিহত হয়েছেন। ট্রাকটি জনতা কর্তৃক জব্দ করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে। 
 
স্থানীয় এলাকাবাসী, পুলিশ, হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের বাগমার কার্লভাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে মেহেদী হাসানকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় ভর্তি করান। পরে জরুরি বিভাগের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ভর্তিকৃত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ আগস্ট) রাত ১টার দিকে মেহেদী মারা যান। এখবর জানাজানি হলে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। 
 
নিহতের বাড়ি পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের বেংডোম উত্তরপাড়া গ্রামে ও তার বাবার নাম রশিদুল ইসলাম। 
 
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোঃ এনায়েতুর রহমান জানান, 'এ ঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। তবে জনতা কর্তৃক জব্দকৃত ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।'
 
ওসি এনায়েতুর আরও বলেন, 'সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন