ডার্ক মোড
Wednesday, 14 May 2025
ePaper   
Logo
পত্নীতলায় বোরোর বাম্পার ফলন,  ধানের দাম কম-হতাশ চাষি!

পত্নীতলায় বোরোর বাম্পার ফলন, ধানের দাম কম-হতাশ চাষি!

 

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
 
ধানের খাদ্যভাণ্ডার খ্যাত বরেন্দ্রভূমি নওগাঁ জেলা। জেলার পত্নীতলা উপজেলায় এবার বোরোর বাম্পার ফলন হলেও চাষিদের মুখে হাসি নেই! উৎপাদিত ধানের বাজারদর কম। এ নিয়ে হতাশ চাষিরা।
 
গতকাল মঙ্গলবার উপজেলার মধইল বাজারের আড়ৎগুলোতে ধানের দাম কাটারি-১২০০, জিরা-১১৫০, নব্বই-১৪০০ টাকা দরে মণপ্রতি বিক্রয় হচ্ছে। 
 
স্থানীয় ধান চাষি বাঁধন কুমার দাশ জানান, 'এক কেজি চালের দাম ৭৫ টাকা আর এক কেজি ধানের দাম ৩০ টাকা। তাহলে কৃষক কিভাবে এদেশে ভালো থাকতে পারে।'
 
স্থানীয় ধান চাষিরা দাবি করেন, প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে প্রকারভেদে ১৭-২০ মণ ধান উৎপাদন হয়। আর বীজ, চাষ, পানি, কীটনাশক বাবদ ব্যয় প্রায় আড়াই হাজার টাকা। এছাড়াও জমি চাষ, নিড়ানি, ধান কাটা-মাড়াই, শ্রমিক ও পরিবহন বাবদ ব্যয় প্রায় ১৮-২০ হাজার টাকা। 
উপজেলার ঘোষনগর ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের চাষি তরিকুল ইসলাম জানান, 'ধান কাটা-মাড়াই মৌসুমের শুরুতেই বাজার দর আমাদের হতাশ করেছে। ধানের আমদানি বাড়লে তো আরও কমে যাবে দাম! উৎপাদন ব্যয় হিসেবে ধানের দাম কম থাকায় আমাদের বাঁচার উপায় নেই, কৃষকের মরণ!'
 
পত্নীতলা উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, 'বোরোর বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হচ্ছেন চাষিরা।'
 
ছবি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মধইল বাজারের আড়ৎগুলোতে এভাবেই বিক্রি হচ্ছে ধান। ছবিটি মঙ্গলবার দুপুরে ধারণ করা হয়েছে। 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন