ডার্ক মোড
Friday, 24 January 2025
ePaper   
Logo
পত্নীতলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কলেজ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পত্নীতলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কলেজ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কলেজ পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত খেলার উদ্বোধন করেন ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র মারুফ মোস্তফা, উপজেলা স্কাউট লিডার মাসুমুল হক সিয়াম প্রমূখ।

একদিন ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ ফুটবল টুর্নামেন্টে নজিপুর সরকারি কলেজ, কৃষ্ণপুর ডিগ্রি কলেজ ও চৌরাট-শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজ ফুটবল একাদশ দল অংশগ্রহণ করে। বিজয়ী দল আগামী ২৭ জানুয়ারি নওগাঁ জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে।

খেলায় নজিপুর সরকারি কলেজ দল ৩-০ গোলে কৃষ্ণপুর কলেজ দলকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন