পত্নীতলায় জমি সংক্রান্ত জেরে সংঘর্ষ : আহত ২, আটক ৪
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় ৭ জনের নামে মামলা রেকর্ড করা হলে পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খলনা কাছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- একরামুল হোসেন (৪০) ও রেজাউল করিম (৪৫)।
এরমধ্যে একরামুল মাথায় মারাত্মক জখন হন। তাকে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। আর রেজাউল হাতে আঘাত প্রাপ্ত হন। আহতদের প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও চিকিৎসাধীন।
পরে খলনা গ্রামের জমির উদ্দীনের ছেলে এনামুল হক (৩০) বাদী হয়ে একই গ্রামের আব্দুল আজিজের ছেলে ১। আব্দুল খালেক (৪৫), ২। আব্দুল সোবাহান (৩০), ৩। খায়রুল ইসলাম (৪০), আয়চানের ছেলে ৪। মাসুদ রানা (২৫), মৃত-আব্দুল গফুরের ছেলে ৫। আয়চান (৫৫) ও ৬। আব্দুল আজিজ (৫৯) এবং মৃত-আবুল কাসেমের ছেলে ৭। শহিদুল ইসলাম (৫৫) নামে পত্নীতলা থানায় মামলা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, জমি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে একরামুল ও রেজাউলের উপর কোদাল দিয়ে হামলা করেন প্রতিপক্ষরা।
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. এনায়েতুর রহমান বলেন, 'এ বিষয়ে মোট ৭ জন আসামি করে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ৭ আসামির মধ্যে ৪ জনকে গ্রেফতার করে নওগাঁ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- আব্দুল খালেক (৪৫), আব্দুল সোবাহান (৩০), খায়রুল ইসলাম (৪০) ও আব্দুল আজিজ (৫৯)।