পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর চকবাজারে সানজিদা আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সানজিদার মানসিক সমস্যা থাকায় মা সাহিদা বেগম সবসময় সানজিদাকে সাথে সাথে রাখতেন ও স্কুলে নিয়ে যেতেন।
দুপুর দুইটা কি আড়াইটার দিকে সানজিদার মা সাহিদা বেগম সানজিদাকে কোন কিছু খুজঁতে দেখে কি খুজঁছে জিজ্ঞেসা করায় সে কোন উত্তর না দিয়ে নিজের রুমে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়।
অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে। কিভাবে কি হলো বুঝতে পারছি না।
নিহত সানজিদা পটুয়াখালী সদরের চকবাজার এলাকার নাসিরউদ্দিন গাজী ও সাহিদা বেগমের মেয়ে। সে শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।