ডার্ক মোড
Wednesday, 30 July 2025
ePaper   
Logo
পটুয়াখালীতে  গণসংবর্ধনা-বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

পটুয়াখালীতে গণসংবর্ধনা-বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলা বিএনপি'র নব-নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের দশমিনা উপজেলায় শুভাগমন উপলক্ষে বৈরি আবহাওয়া অপেক্ষা করে গণসংবর্ধনা এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় নলখোলা ঈদগাহ মাঠে এ গণসংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ আলম শানুর সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা মোস্তফা আহম্মেদ পিনু, কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফরুজ্জামান খোকন সহ জেলা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।

নব-নির্বাচিত নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে মুখর পরিবেশ সৃষ্টি করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আমি সময় নিয়ে নির্বাচনের আগে দেখা করতে পারিনি তাই দেখা করতে এসেছি। আমি আপনাদের ভোটে জেলা বিএনপির সভাপতি হয়েছি। জেলা বিএনপি আপনাদের সাথে সব সময় থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন