
নোয়াখালীতে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মাইজদী বাজার বিসমিল্লাহ টাওয়ারের দ্বিতীয় তলায় ৬২৮তম এই শাখার উদ্বোধন করেন, এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর আলমগীর আলো, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ, মেঘনা জোনের প্রধান কাজী মোহাম্মদ জিয়াউল করীম।
এসময় ডিএমডি হারুনুর রশীদ বলেন, এনআরবিসি ব্যাংকের ৬ হাজার কর্মকর্তা-কর্মচারী জনগনের সেবায় নিয়োজিত রয়েছে। এই সেবার মাধ্যমে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমরা জনগনের সকল অর্থ নিরাপদে রেখেছি নিরাপদ জায়গায় বিনিয়োগ করেছি।