ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
নেপালের বিপক্ষে যে সব রেকর্ড গড়লো বাংলাদেশ

নেপালের বিপক্ষে যে সব রেকর্ড গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মাত্র ১০৬ রান করেও বিশ্বকাপে জয় পেলো বাংলাদেশ। নেপালের বিপক্ষে পাওয়া ২১ রানের এই জয়ে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশ দল উঠে গেলো সুপার এইটে। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৮৫ রানে অলআউট হয়ে যায় নেপাল।

অসাধারণ জয়ের এই ম্যচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। এক নজরে দেখে নেয়া যাক রেকর্ডগুলো।

১০৬: বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রান করে পাওয়া জয়ের তালিকায় শীর্ষে এখন বাংলাদেশের এ জয়টি। এর আগে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রান করে পাওয়া জয়ের তালিকায় শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এই বিশ্বকাপেই ১১৩ রান করে জিতেছিলো প্রোটিয়ারা। এবার, ১০৬ রান করে জয় পেলো খোদ বাংলাদেশই।

২: টি-টোয়েন্টির ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম রান করে পাওয়া জয়ের ক্ষেত্রে বাংলাদেশের এই জয়টি রয়েছে তিন নম্বরে। বাংলাদেশের চেয়ে দুটি জয় এগিয়ে। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রান করেও জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০১০ সালে জিম্বাবুয়ের ১০৫ রানের জবাবে ৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।

২১: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংটি করলেন তানজিম সাকিব। ৪ ওভারের ২৪ বলের মধ্যে ২১টিই ডট দিলেন তিনি। যা রীতিমত রেকর্ড। আর আগে সর্বোচ্চ ডট দেয়ার রেকর্ড ছিল ২০টি। তাও ৯জন বোলারের। এর মধ্যে সাতজন বোলারই এবারের বিশ্বকাপে ২০টি করে ডট বল দিয়েছেন।

৩: বিশ্বকাপের ইতিহাসে দুই দলই অলআউট হয়েছে- এমন ঘটনা ঘটেছে তিনবার। যার মধ্যে আজ বাংলাদেশ-নেপাল ম্যাচটিও রয়েছে। এর আগে ২০১০ সালে গ্রস আইলেটে অস্ট্রেলিয়া-পাকিস্তান এবং ২০১৪ সালে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড অলআউট হয়েছিলো।
৭: তানজিম সাকিব ২১টি ডট বল দিলেও রান হজম করেছেন সাতটি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ ওভারে সবচেয়ে কম রান হজম করার ঘটনা এটি তৃতীয়। এছাড়া আজ নেপালের বিপক্ষে মোস্তাফিজুর রহমানও হজম করেন মাত্র ৭ রান। এর আগে রিশাদ হোসেন বিশ্বকাপ শুরুর আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে হজম করেছিলেন ৭ রান।

৮৫: নেপাল আজ বাংলাদেশের বিপক্ষে ৮৫ রানে অলআউট হয়, একটি ৫০ প্লাস রানের জুটি সত্ত্বেও । টি-টেয়েন্টিতে ৫০ প্লাস রানের জুটির পরও এটা তৃতীয় সর্বনিম্ন অলআউট হওয়ার ঘটনা।

১০৬: আইসিসি সহযোগিত সদস্য দেশগুলোর বিপক্ষে পূর্ণ সদস্য দেশের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড সৃষ্টি করলো বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে নেদারল্যান্ডসের সঙ্গে ৮৮ রানে অলআউট হয়েছিলো ইংল্যান্ড।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন