ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে অপশক্তিরা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে অপশক্তিরা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

মাগুরা শ্রীপুর উপজেলার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উনয়ন জনসভায় প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

আপনারা জানেন আগামী নির্বাচন খুবই সন্নিকটে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা—১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, সহ—সভাপতি মুন্সী রেজাউল হক, সহ—সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ—সভাপতি মাকসুদুল ইসলাম, সিনিয়র প্রকৌশলী তাসনীম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুণ অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন,এই এলাকার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে ও ভালোবাসে। আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ১০০টি ইকোনমিক জোন তৈরি হচ্ছে, পদ্মা সেতু নির্মাণের ফলে মাগুরা থেকে ঢাকার দূরত্ব একবোরেই কমে গেছে। এখন মানুষ সকালে ঢাকা গিয়ে কাজ সেরে বিকেলে বাড়ি ফিরে

আসতে পারে। মাগুরা একটি ঐতিহ্যবাহী এলাকা, সকলে জানে, এটি আওয়ামীলীগের দূর্গ। আগামীতে তুখোড় পার্লামেন্টেরিয়ান, বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড. আছাদুজ্জামানের সুযোগ্য পুত্র এ্যাড. সাইফুজ্জামান শিখরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শ্রীপুর উপজেলার ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন