নালিতাবাড়ীতে পূজা মন্ডপে অনুদানের নাম করে ৩০ হাজার টাকা নিয়ে গেলো প্রতারক চক্র
খোরশেদ আলম, শেরপুর
শেরপুরের নালিতাবাড়ীতে পূজা মন্ডপে অনুদান দেয়ার নাম করে ৩০ হাজার টাকা নিয়ে গেলো একটি প্রতারক চক্র।
এঘটনায় মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় একটি সাধারন ডায়েরী করেছে মন্দির কমিটি।
পুলিশ ও ভুক্তভোগী মন্দির কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, গত সোমবার (৭ অক্টোবর) বিকালে একটি টেলিফোন নাম্বার থেকে মন্দিরের সভাপতি সুধেন সুত্রধরকে ফোন দিয়ে মন্দিরে অনুদানের টাকা পাঠানোর নাম করে এটিএম একাউন্ট নাম্বার চাওয়া হয়।
কিন্তু সভাপতি সুধেন সুত্রধরের নামে অথবা মন্দিরের নামে কোন একাউন্ট কিংবা এটিএম একাউন্ট না থাকায় মন্দির কমিটির সহ-সভাপতি সুদীপ সরকারের ইসলামী ব্যাংকের এটিএম একাউন্ট নাম্বার দেওয়া হয়।
এসময় প্রতারক চক্র কৌশলে পিন কোর্ড জেনে নেয় এবং তার একাউন্টে থেকে প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
পরে ওই একাউন্টে টাকা এসেছে কি না তা খোজ করতে গিয়ে দেখতে পান তার একাউন্টে থাকা প্রায় ৩০ হাজার টাকা নেই।
এবিষয়ে ভুক্তভোগী ব্যাংকে যোগাযোগ করে তারা জানতে পারেন টাকা স্থানান্তর করা হয়েছে।
পুজা মন্ডপের সভাপতি সুধেন সূত্রধর বলেন, গত কয়েকদিনে বন্যায় এমনিতেই নাজেহাল অবস্থা। তার উপর এমন পরিস্থিতিতে পুজার অর্থ সংগ্রহ করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, মন্দির কমিটির পক্ষ থেকে জিডি করা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে এবং টাকা উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷