নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা আহত ৫ সাংবাদিক, আটক ১
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঐতিহ্যবাহী নারায়নগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৯ অক্টোবর) দুপুর একটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নারায়নগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানায়, দুপুর ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা প্রদান করলে সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ সহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। আটককৃত রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ট সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
রূপগঞ্জে আগুনে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. জুয়েল (২২) ও মো. ইসমাইল (১৬)। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের।
এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে রূপগঞ্জের ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেলের শরীরে ৭০ শতাংশ ও শিশু ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। ওই পরিবারের চারজন এখনো আইসিইউতে চিকিৎসাধীন। তাদের মধ্যে নিহতদের বাবা মো. বাবুল হোসেনের, শরীরের ৬৬ শতাংশ, মা শেলির ৩০ শতাংশ, বোন মুন্নির ২০ শতাংশ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের মামা আবদুস সোবাহান জানান, দগ্ধ সবাই রূপগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়।