ডার্ক মোড
Monday, 24 February 2025
ePaper   
Logo
নারায়ণগঞ্জে এসির কমপ্রেসর বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জে এসির কমপ্রেসর বিস্ফোরণে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

এসির কমপ্রেসর বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে একটি বেসরকারি ব্যাংকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালীন সময়ে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

ফতুল্লায় আট তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকার আদর্শ নগরে নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে আক্তার মোল্লা (৩০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে বারোটা নাগাদ মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আখতার মোল্লা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের আনিস মোল্লার ছেলে। বর্তমানে ফতুল্লার আদর্শ নগর এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই জামাল মোল্লা জানান, আমার ভাই সেনেটারি মিস্ত্রির কাজ করতো। দুপুরের দিকে ফতুল্লার আদর্শ নগর এলাকার একটি নির্মাণাধীন ৮ তলা ভবনে পানির পাইপের কাজ করছিল সে। এ সময় ৮ তলা ভবনের বাইরের পাশে মাচাং খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আমার ভাই। পরে খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জে শামীম ওসমান-বাবু সহ ১৮১ জনকে আসামী করে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলি করে ফরিদ আহম্মেদ ছৈয়াল হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল,শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু, কাউছার আহম্মেদ পলাশ সহ ১৮১ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশ কে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ প্রদান করেন।

এ ঘটনায় নিহতের বাবা শাহআলম ছৈয়াল বাদী হয়ে ,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু,ডিবি প্রধান হারুন,বনজ কুমার, শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ, মোকারম সর্দার আওয়ামী লীগ ক্যাডার আক্তার,সুমন,মেহেবুব,হাবিব,লিটন, রামু রাজ্জাক, রহিম বাদশা, পুরি আনোয়ার সহ ১৮১ জনের নাম উল্লেখ্য মামলাটি দায়ের করেন।

জানা যায়,২০২৪ সালের ৫ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে মিছিল নিয়ে সাইনবোর্ড থেকে গণভবনে যাওয়ার সময় যাত্রাবাড়ী মোড়ে পৌছালে মিছিলের ওপর গুলিবর্ষণ করে আসামীরা। এসময় গুলিবিদ্ধ হয় মিছিল অংশ নেওয়া ফরিদ আহম্মেদ ছৈয়াল। তাকে সহোযোগিরা গুলিবিদ্ধবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরদিন ৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন