ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
নান্দাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

নান্দাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফতাব উদ্দিন দাখিল মাদরাসার ৫ম,৮ম ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার দেওয়ানগঞ্জ বাজারে অবস্থিত আফতাব উদ্দিন দাখিল মাদরাসার মাঠে ৪৬ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।

মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আফতাব উদ্দিন দাখিল মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আফতাব উদ্দিন দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জুনাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মুহিব্বুল্লাহ আজাদ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব মো. ওয়ালিউল্লাহ, সার্বিক সহযোগীতায় ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ৪৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ দুই লাখ ১ হাজার ৬ শত টাকার চেক বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য সংগীত শিল্পিরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন