ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
নাটোর চিনিকলের আখ মাড়াই শুরু

নাটোর চিনিকলের আখ মাড়াই শুরু

নাটোর প্রতিনিধি

নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) মোঃ আবুল কালাম আজাদ।

এ বছর চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। এবার ৬০ কর্মদিবস চিনিকলে আখ মাড়াই চলবে বলে আশা করা হচ্ছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভ‚ঁইয়া’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতে ইসলামী’র আমীর ড. নূরুল ইসলাম, নাটোর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারীসহ অনেকে।

দোয়া মাহফিল শেষে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন