ডার্ক মোড
Friday, 09 May 2025
ePaper   
Logo
নাগেশ্বরীতে ভূমিদস্যুর হামলা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আহত

নাগেশ্বরীতে ভূমিদস্যুর হামলা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বীর মুক্তি যোদ্ধার কবর ও বসতবাড়ী গুড়িয়ে দিয়ে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে একদল ভুমিদস্যুর বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানা যায় ৯ডিসেম্বর শনিবার ভোর রাতে উপজেলার পশ্চিম পায়ড়াডাঙ্গা চরাইখেলা ব্রীজ সংলগ্ন মৃত বীর মুক্তিযোদ্ধা জাফর আলী পরিবারের উপর একদল সন্ত্রাসী হামলা করে বীর মুক্তিযোদ্ধার কবর ও বাড়ীঘড় গুড়িয়ে দেয়।

ভুক্তভোগীরা জানায় একই এলাকার ভুমিদস্যু আহম্মদ আলীর নেতৃত্বে হামলা চালায় এ সময় গুরুতর আহত হয় বীর মুক্তিযোদ্ধার ছেলে ইয়াকুব আলী, পুত্রবধু শাহেরা খাতুন, মেয়ে জামিরুন বেগম। সন্ত্রাসীদের হামলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা গুরুতর আহত হওয়ায় নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎধীন অবস্থায় কাতরাচ্ছে।

শুধু তাই নয় হামলাকারীরা বসতভিটা ভাংচুর করে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে এক প্রকার গৃহবন্ধি অবস্থায় রেখেছে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বাড়ি হতে বের হলেই সন্ত্রাসীরা ইট-পাটকেল নিক্ষেপ করছে বলে জানায় ভুক্তভোগীরা। এ অবস্থায় সন্ত্রাসী ও ভুমিদস্যুদের হাত থেকে পরিত্রান চেয়ে নাগেশ্বরী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে নাগেশ্বরী থানার ওসি তদন্ত সারওয়ার পারভেজ জানায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন