ডার্ক মোড
Sunday, 19 May 2024
ePaper   
Logo
নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে তিন দিনব্যাপী খামারী প্রশিক্ষণ সম্পন্ন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প" কর্তৃক আয়োজিত "উন্নত প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন এবং বাজারজাতকরণ" শীর্ষক ৩দিন ব্যাপী খামারী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেন এবং সভাপতিত্ব করেন পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প" এর প্রকল্প পরিচালক ড.মো: সাজেদুল করিম সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মিং সিস্টেম রিসার্চ ডিভিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড.রেজিয়া খাতুন,বান্দরবান নাইক্ষ্যংছড়ির বিএলআরআই'র আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও স্টেশন ইনচার্জ মো: রেদোয়ান আকন্দ সুমন, বৈজ্ঞানিক কর্মকর্তা ডা:বিজয় বড়ুয়া,বৈজ্ঞানিক কর্মকর্তা মনজুর মজিব বনেট। উক্ত প্রশিক্ষণে মোট ৫০জন খামারিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন