ডার্ক মোড
Friday, 16 May 2025
ePaper   
Logo
নাঃগঞ্জে যুবক খুন

নাঃগঞ্জে যুবক খুন

 স্টাফ করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ছুরিকাঘাতে শাহাদাত (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) রাত ১১টার দিকে জিমখানা সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত রাতে জিমখানা পার্ক গেটের সামনে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

 নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহাদাত মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন